বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

ডিভাইসযুক্ত উদ্ধার হওয়া পাখিটি মারা গেছে

ডিভাইসযুক্ত উদ্ধার হওয়া পাখিটি মারা গেছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে উদ্ধার হওয়া জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইসযুক্ত কালো লেজ জৌরালি পাখিটি মারা গেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে মহেশখালী ধলঘাটা ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা বন বিভাগের হেফাজতে পাখিটির মৃত্যু হয়।

জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়ন থেকে নোমান নামে এক কিশোর পাখিটিকে ক্লান্ত অবস্থায় পায়। এ সময় পাখির শরীরে ডিভাইস দেখে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। পরে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে কর্মকর্তা নুরুল আলম মিয়া বলেন, মঙ্গলবার রাতে পাখিটিকে আমাদের হেফাজত রাখলে অসুস্থ হয়ে মারা যায়। পাখিটি উদ্ধার হওয়ার ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে এটি কোথাকার চিহ্নিত হয়নি। পরে ফেসবুকে ছড়িয়ে পড়লে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মূলত গবেষণার জন্য পাখিটির গায়ে ডিভাইস বসিয়েছিলেন এমন খবর পাই। তবে মৃত পাখিটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |