শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
রবিন হোসেন তাসকিন,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার গর্ন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশনের আয়োজনে অসহায়, গরীব ও দুস্থ ব্যাক্তিদের জন্য বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপত্র বিতরন করা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।
এসময় গর্ন্ধব্যপুর, বারাইপুর,শহরকবসা, পূর্ব গর্ন্ধব্যপুর,দক্ষিণ মান্দারীসহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫ শতাধিক রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহন করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম এসময় ডায়বেটিস ও মেডিসিন, জেনারেল মেডিসিন ও নাক,কান,গলা,চর্ম,ডেন্টাল সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগন । ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।জেলা সেচ্চবসেবকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন,ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক,সহ-সভাপতি মাওলানা হোসেন আহমেদ,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান,সদস্য,বোরহান,মাজেদ,মুরাদ,রিয়াদ,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।