রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

বাঁশেই সপ্ন বুনছেন নওগাঁর হিরণ

বাঁশেই সপ্ন বুনছেন নওগাঁর হিরণ

নাজমুল হক, নওগাঁ :  ধান চাল আর আমের জেলা নওগাঁ হলেও চারিদিকে আরো কিছুর মধ্যে বাঁশ কেই নিজের ও দশের সপ্ন পূরণ এর জন্য সঙ্গী করে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা হিরণ আহমেদ। তাঁর নিজ এলাকা ধামইরহাট উপজেলার এর রাঙ্গামাটি বাজারে গড়ে তুলেছেন বাঁশের আসবাবপত্র তৈরির কারখানা যার নাম দিয়েছেন বাঁশ বিলাস। নিজের বাড়ীর পাশাপাশি বাঁশ এর কারুকাজ এর মাধ্যমে গড়ে তুলেছেন তার কারখানা। নিজ জেলা ছাড়িয়ে এখন সারা বাংলাদেশ এ বাঁশের কারুকার্য এ গড়ে তুলেছেন বিভিন্ন হোটেল,রেষ্টুরেন্ট, বাসা বাড়ি সহ নানান আসবাবপত্র। বসার চেয়ার,সোফা,কলমদানী, ঘড়ি কিংবা ফুলদানি কোন কিছুতে কমতি নেই হিরণ এর বাঁশ বিলাস এর প্রতিচ্ছবির, নিজের কর্ম সংস্থান এর সাথে সাথে গ্রামের আরো তরুণদের কর্ম সংস্থান এর ব্যবস্থা ও করে দিয়েছে হিরণ এর বাঁশ বিলাস।

এ বিষয় এ তরুণ উদ্যোক্তা হিরণ বলেন, নিজের একটা ডিজিটাল স্টুডিও ছিলো আমার,সেখানে ছবির পাশাপাশি বিভিন্ন ডিজাইন এর চেষ্টা করতাম এর মধ্যেই নিজের মনে সাড়া দেয় বাঁশের বিষয়টি, সেখান থেকেই শুরু বা়ঁশ নিয়ে কারুকাজ এর, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও নিজে নিজে সেখান থেকে ডিজাইন গুলো শিখে তৈরি করি আমার ও আপনাদের এই বাঁশবিলাস। বাঁশের একটা রেলিং তৈরীর মাধ্যমে শুরু হয় আমার এই কার্যক্রম এবং সেটা দেখে নিজ এলাকার সবার উৎসাহ ও উদ্দীপনায় শুরু করি বাঁশের সকল পন্য তৈরির কাজ।
এই উদ্যোক্তা আরো জানান প্লাস্টিক এর বিকল্প হিসেবে ও ব্যবহার করা যায় আমাদের বাঁশের পন্য, আমাদের নিজস্ব কিছু ইউনিক ডিজাইন এর কারণে এই বাঁশের পন্যগুলো হয়ে উঠে টেকশই। সাথে পরিবেশ এর জন্য হুমকি প্লাস্টিকের ক্ষতি থেকেও রক্ষা হয় আমাদের প্রাকৃতিক ভারসাম্য।

সেখানে কর্মরতরা জানান, হিরণ নিজের কর্মসংস্থান এর পাশাপাশি আমাদেরও কর্মসংস্থান এর ব্যবস্হা করায় আমাদের আর্থিক চাহিদা মেটাতে পারি আমরা, সাথে আমাদের পরিবারও সচ্ছল ভাবে চালনা করতে পারছি। স্থানীয়  দিনমজুর মুনসুর জানান, আগে দিন মজুরি কাজ করতাম একদিন কাজ হলে আরেকদিন হতো না হিরণ এর বাঁশ বিলাস আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এবিষয়ে হিরণ আরো জানান, ব্যাপক প্রচারণা সহ সরকারি ভাবে সহায়তা করলে বাঁশ বিলাস আরো দূরে এগিয়ে যাবে।

এবিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নওগাঁর শিল্পনগরী কর্মকর্তা জনাব মোঃ ওয়াসিম সরকার বলেন,আমরা হিরণ এর বাঁশ বিলাস পরিদর্শন করেছি, উনার ট্রেনিং এর ব্যবস্থা  করেছি, ঋণের ব্যবস্থা  ও করা হয়েছে, প্রয়োজনে বাঁশ বিলাস কে এগিয়ে নিতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |