সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

সিরাজদিখানে আমন পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুত করছে কৃষক

সিরাজদিখানে আমন পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুত করছে কৃষক

আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): ছয় ঋতুর দেশ বাংলাদেশ আর এই ছয় ঋতুর বাংলাদেশে ঋতুর বৈচিত্রভেদে কৃষক বিভিন্ন ফসল চাষ করে থাকেন৷ হেমন্তের মাঝামাঝি সময় কৃষক ব্যস্ত হয়ে পড়েন পাকা ধান ঘরে তুলতে, কৃষকের ঘরে ঘরে শুরু হয় নবান্ন৷

পাকা ধান ঘরে তুলেই কৃষক ব্যস্ত হয়ে পড়েন পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুতে, সিরাজদিখান উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘিরে চলছে পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুতকরণ৷ জমি প্রস্তুত এর পর কৃষক আলু ধান সহ বিভিন্ন রবিশস্য চাষ করবেন এই জমিতে৷ কৃষক আজিজুল শেখ বলেন তিনি ১৪০ শতাংশ জমিতে আমন ধানের আবাদ করে বেশ ভালো ফলন পেয়েছি এখন আবার জমি পরিষ্কার করছি আলু রোপন করার জন্য৷

এসময় সিরাজদিখানে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষি শ্রমিকদের, দলবেঁধে তারা বিভিন্ন অঞ্চল থেকে সিরাজদি খানের বিভিন্ন গ্রামে এসে বসবাস করেন এবং কৃষকের মাঠে কৃষি শ্রমিক হিসেবে ৭০০ থেকে ৮০০ টাকা হাজিরায় কাজ করে থাকেন৷৷

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |