শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

আপডেট
কুলিয়ারচরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি করায় গোয়ালন্দে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ‘৯২ ব্যাচ’ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে ৩ দিনের রিমান্ডে কৃষকলীগ সভাপতি সমীর চন্দ মিরসরাইয়ের রুপসী ঝরনায় ডুবে দুই পর্যটকের মৃত্যু ইবির পাখিচত্বরের বৈচিত্র্য ফেরাতে অভয়ারণ্যের উদ্যোগ জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সলির জাকরি হোসনে সহ গ্রেফতার ৪
সেই প্রেমিককে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

সেই প্রেমিককে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বেশ কিছুদিন ধরেই মিডিয়ার গুঞ্জন, আবারও প্রেমে পড়েছেন অভেনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও ব‌্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভেনেত্রী। অভিরূপের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন শ্রাবন্তী। তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন অভেনেত্রীর স্বামী রোশানও। এবার এই প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।

অভেনেত্রী জানান, ব‌্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নাই, সে আমার বিশেষ বন্ধু। তবে সে আমার পাশে সবসময় থাকেন। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব ল্যাদ খায়। জিম করতে বলি তাও করে না।

শ্রাবন্তীর জীবনের সঙ্গে অভিরূপের পরিবারও জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। আরবানার অনেকে আছে। খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি। সামনেই জন্মদিন। সেদিন ও কি ঘুরতে যাবেন অভিরূপের সঙ্গেই প্রশ্ন করা হলে নায়িকা জানান, ঝিনুককে নিয়ে ব্যাংককে যাওয়ার ইচ্ছে আছে। বিশেষ বন্ধু নাও যেতে পারে! সঙ্গে কথা প্রসঙ্গেই উঠে এল, ইতিমধ্যেই অভিরূপকে একটি হিরের আংটি উপহার দিয়েছেন। যদিও ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন তিনি।

এ সময় ট্রোলারদের উদ্দেশ্যে অভেনেত্রী জানান, আমাকে নিয়ে যারা ট্রোল করেন তাদের নিয়ে মনে কোনও বিশেষ খেদ নেই। কিছুটা কটাক্ষের সুরেই শ্রাবন্তী বলেন, আমাকে নিয়ে ট্রোল করে যদি কারও একটু লাভ হয় তাতে ক্ষতি কি। লকডাউনে অনেকের কাজ হারিয়েছে। তাঁরা যদি আমাদের নিয়ে ট্রোল করে দু’পয়সা রোজগার করে তাহলে তো ভালোই।

প্রসঙ্গত, এই অভেনেত্রী পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৩ সালে। এই সংসারে অভিমন্যু (ঝিনুক) নামের একটি ছেলে সন্তান জন্ম নেয়। এরপর রাজীবের সাথে বিচ্ছেদ হলে, ২০১৬ সালের জুলাইয়ে প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে নতুন সংসার শুরু করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |