শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
করোনাকালের শুরুতে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। ঘরে থেকে সবাই এক ধরনের অনিশ্চয়তা আর ভয়ের জীবনযাপন করছিল। এমন সময় জয়া আহসানকে নির্মাতা পিপলু আর খান জানান, তিনি এই ভয়ের সামনাসামনি দাঁড়াতে চান। এই সময়টা ধরে কিছু একটা করতে চান, বলতে চান। সেই ‘কিছু একটা’ করে দেখালেন পিপলু খান। যা ছিল ‘হাসিনা: আ ডটার’স টেল’।
এবার পিপলু খানের নতুন আরেকটি ছবি আসছে। ছবিটির নাম ‘জয়া ও শারমিন’।
মাত্র ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনে হয়েছে এই ছবির শুটিং।
এদিকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জয়া আহসান তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, অবশেষে ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় ছোট্ট একটা ছবি। আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।
‘আমি জয়া চরিত্রে আর থিয়েটারের শিল্পী মহসিনা অভিনয় করেছেন শারমিন চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।’
পরিচালক বলেন, ছবিটি হতে যাচ্ছে দুজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প।
ছবির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনী লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।
পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।