শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন

আপডেট
নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’ ছবির ট্রেলার নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এতে রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে।

ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিকে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও। মণিরত্নমের এই সিনেমা মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে মণিরত্নমের ‘ইরুভার’, ‘গুরু’, ‘ও রাবণ’-এ দেখা গিয়েছিল তাকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |