সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আজ শ‌নিবার (২৭ আগস্ট) ঢাকায় আসার কথা ছিল ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে সফর‌টি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানিয়েছে, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

সফরসূচী অনুযায়ী শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। ৩ দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।

এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল ওআইসি মহাসচিবের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |