সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন গম দেশে আমদানি করা হয়েছে। গত দু’দিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে। জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ম্যানেজার রাজু আহমেদ বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।
স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।
এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।