সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
কুষ্টিয়া সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুয়েল (২০), রাহুল (২২), ফারুক (২৪)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চৌড়হাঁস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আনসার ক্যাম্প এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি কুষ্টিয়াগামী ছিল। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।