বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার

সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার

সিইসির

নিজস্ব  প্রতিবেদক: বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে থেকেই রাজধানীর মিন্টু রোডে সিইসির সরকারি বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনের বাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে , আতঙ্কে গ্রামবাসী  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে গিয়ে এ চিত্র দেখা গেছে। রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসায় থাকেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল থেকেই মিন্টু রোডের ওই বাসায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দুপুরে গিয়েও দেখা যায়, টাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনের মিন্টু রোডের মূল সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। পাবলিক ওর্ডার ম্যানেজমেন্ট (পিওম) থেকে গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার জন্য এ পুলিশ মোতায়েন করা হয়।

 

মূল সড়কের পাশাপাশি বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সড়কটিতে প্রতিনিয়তই টহলরত ও গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়।দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক শিফটে তারা দায়িত্ব পালন করছেন। আজ সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন দুপুরে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |