বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

আ.লীগ নেতা আবদুর রহমান এলডিপিতে পদ নেবেন: কর্নেল অলি

আ.লীগ নেতা আবদুর রহমান এলডিপিতে পদ নেবেন: কর্নেল অলি

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তার সেই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।

বুধবার এক প্রেস বিবৃতিতে দলটির প্রেসিডেন্ট অলি আহমদ বলেন, এলডিপি নিজের পরিচয়ে রাজনীতি করে, অন্য কারো তাবেদারি করে না। আমেরিকায় আওয়ামী লীগ নেতারা এলডিপির সদস্য পদ নিতে হুমড়ি খেয়ে পড়েছে। আশা করি, আবদুর রহমানও সদস্য পদ নেবেন। বিগত ১২-১৩ বছর অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে এলডিপির কোনো কথাবার্তা বা সৌজন্য সাক্ষাতও হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, এলডিপি নির্বাচন কমিশন কর্তৃক ১নং নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ বীরবিক্রম একজন সৎ, নীতিবান, দেশপ্রেমিক, বিবেকবান প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। এমন একজন বীর মুক্তিযোদ্ধার ব্যাপারে আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে আবদুর রহমান নিয়মিত মিথ্যাচার, ভিত্তিহীন, বানোয়াট তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |