বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

সত্য জান্নাতে, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়

সত্য জান্নাতে, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়

সত্যবাদী জান্নাতের দিকে আর মিথ্যাবাদী জাহান্নামের ভয়াবহ আগুনের দিকে চলে যায়। সত্যবাদী আল্লাহর কাছে খুবই মর্যাদাবান। তাই রাসূল (সা.) মুসলিমদের সব সময় সত্য কথা বলতে নির্দেশ দিয়েছেন।

ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) বলেন, পুণ্য ও কল্যাণের পথ দেখায় সত্য। আর পুণ্য ও কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্যের অনুসরণ করতে থাকলে অবশেষে আল্লাহর কাছে সিদ্দিক (পরম সত্যনিষ্ঠ) নামে অবিহিত হয়। আর মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুসরণ করতে থাকলে শেষ পর্যন্ত আল্লাহর নিকট চরম মিথ্যাবাদী নামে অবিহিত হয়। – (বুখারী ও মুসলিম)

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |