বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল

রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অনৈতিক এবং শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন।

আন্দোলন ছাড়া বিকল্প নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের সংগঠিত করে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে হবে; যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |