শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

আপডেট
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাংগঠনিক কর্মশালা গণঅভ্যুত্থানে  নিহত ও আহতদের স্বরণে কেশবপুরে স্বরণ সভা শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবো – বাকৃবি উপাচার্য
মহাকাশে রেকর্ড ৯০৮ দিন কাটিয়ে পৃথিবীর মাটিতে

মহাকাশে রেকর্ড ৯০৮ দিন কাটিয়ে পৃথিবীর মাটিতে

প্রতিদিনের কাগজ ডেস্ক:

একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি গতকাল শনিবার ভোরে অবতরণ করে। খবর এপি।

সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।

নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।

সদ্যসমাপ্ত অভিযানে উড়োজাহাজটি প্রথমবারের মতো একটি পরিষেবা মডিউল কক্ষপথে স্থাপন করেছে। যা নেভাল রিসার্চ ল্যাবরেটরি, ইউএস এয়ারফোর্স একাডেমি এবং অন্যদের জন্য কাজ করছে। এক্স-৩৭বি কক্ষপথ ছেড়ে আসার আগে মডিউলটি আলাদা হয়ে যায়।

এতে ফ্যালকনস্যাট -8 নামে একটি উপগ্রহ ছিল, যা একাডেমি ক্যাডেটদের দ্বারা এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরিতে নির্মিত হয়। উপগ্রহটি গত বছরের অক্টোবরে কক্ষপথে ছাড়া হয়, এখনো কাজ করছে। এ ছাড়া আরেকটি পরীক্ষা বীজের ওপর দীর্ঘমেয়াদী স্থানিক প্রভাব মূল্যায়ন করছে।

এখনো পর্যন্ত এক্স-৩৭টি ১৩০ কোটি মাইল ভ্রমণ করেছে এবং মহাকাশে কাটিয়েছে তিন হাজার ৭৭৪ দিন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |