শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

আপডেট
সংরক্ষিত নারী আসনে ফরম সংগ্রহ করলেন ময়মনসিংহের লাকী

সংরক্ষিত নারী আসনে ফরম সংগ্রহ করলেন ময়মনসিংহের লাকী

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ থেকে জাতীয় সংসদ সদস্য পদে সংরক্ষিত নারী আসনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ২০২৪) সকালে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার লাকী। সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ময়মনসিংহ জেলার জন্য বরাদ্দ রয়েছে দুটি। এই দুই আসনের এমপি হতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।

তবে নানা সমীকরণে ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার লাকী অনেকটাই সুবিধা জনক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র। লাকী করোনাকালে মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণসহ জীবনের পরোয়া না করে পাশে থেকেছেন সাধারণ মানুষের আপনজন হিসেবে। শারমিন আক্তার লাকী অনুভূতি জানিয়ে বলেন, আমি দলীয় সিদ্ধান্ত মেনে ফরম সংগ্রহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে তিনি দায়িত্ব দিবেন সেই প্রত্যাশা আমি করছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |