শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

আপডেট
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাংগঠনিক কর্মশালা গণঅভ্যুত্থানে  নিহত ও আহতদের স্বরণে কেশবপুরে স্বরণ সভা শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবো – বাকৃবি উপাচার্য
ময়মনসিংহে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

ময়মনসিংহে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ:  ময়মনসিংহে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

মৃত তোফাজ্জল হোসেন ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। নিহতের বড় ভাই মো. সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।

এর আগে, ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক হিমেল আহমেদ (৩২) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) মারা যান। অগ্নিকাণ্ডে মৃত সকলেই সদর উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মফিদুল আলম জানিয়েছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার(৪ নভেম্বর) দুপুরে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |