Noman Group Advertisement

মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মোঃ সাইফুল ইসলাম , মেহেরপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০৬:২২ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

মেহেরপুরের জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে নির্বাচন কমিশন অফিসার্স আ্যসোসিয়েশন মেহেরপুর।

(বৃহস্পতিবার ১৩ই মার্চ) সকাল ১১ টার দিকে মেহেরপুর নির্বাচন কমিশন অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি করেন ।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয় ।ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।

তারা আরো বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসাবে এনআইডি দেওয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোন সুযোগ নেই।

এই সময় জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নির্বাচন অফিসার সৈয়দ আল আমিন, ওসমান, সহকারী মাসুদ রানা, হিসাব সহকারী আল আমিনসহ আরো অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Link copied!
Advertisement