পবিত্র মাহে রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার রায়পুর স্কুল মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয়।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।
এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক শাহজালাল চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস কামরুজ্জামান ফকির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কসওসার মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সদস্য সচিব মোঃ তৈয়ব আলী। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :