Noman Group Advertisement

গৌরনদীতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ইউএনও রিফাত আরা মৌরি

মোঃ শামীম মীর , গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে পরিচ্ছন্ন ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বিডি ক্লিন গৌরনদী টিম।

এ সময় অভিযানে অংশ নেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। তিনি নিজ হাতে পরিচ্ছন্নতায় অংশ নিয়ে স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং তিনি বলেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গৌরনদী তথা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে গৌরনদীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, এভাবে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে আমরা খুব সহজেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

বিডি ক্লিন গৌরনদী টিমের সদস্যরা জানান, তারা নিয়মিতভাবেই এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাবেন।

Link copied!