সুনামগঞ্জের ছাতকে পুলিশের হাতে আটক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রলের সভাপতির বিরুদ্ধে। জানা যায়, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হযরত আলী ফোর্স নিয়ে পুর্বহাটি এলাকার মৃত আতাউর রহমান আতা মিয়ার ছেলে নাশকতার মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওরফে জয়কে আটক করতে যান। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করে ১০-১২জন লোক। অভিযোগ উঠেছে জাউয়াবাজার কলেজ ছাত্রদলের সভাপতি ও জাউয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আশিকুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখাগেছে জাউয়াবাজার মমিন ফার্মেসীর ভিতরে জয়বাংলা শ্লোগান দিচ্ছে তারা। এসময় পুলিশ তাদের নিরাপত্তার সার্থে ঘটনাস্থল ত্যাগ করে ফাড়িতে চলে যায়।
ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিক সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক দোয়ারাবাজারের সার্কেল এএসপি আব্দুল কাদের ও থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান ঘটনাস্থলে পৌছে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও জাহিদপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র দবির মিয়া (৪২),গোবিন্দনগর গ্রামের আব্দুল জলিলের পুত্র সিলেট মহানগর সেচ্চাসেবকলীগের সহ সভাপতি লোকমান হোসেন (৪২), একই গ্রামের আক্তার হোসেন (৪৬)।
এঘটনায় ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাউয়াবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ হযরত আলী বাদী হয়ে ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ জয় সহ ১০ জনের নাম উল্লেখ করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান,জানান আটকৃতদের আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :