Noman Group Advertisement

তাহিরপুরে যাদুকাটা নদীর বালু মহালে সীমানা নির্ধারণ

মোঃ আঃ মান্নান , তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৭ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তনদী যাদুকাটা বালুমহাল-২ দীর্ঘদিন প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকার পর অবশেষে নতুন ইজারাদারের কাছে সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের নির্দেশে সার্ভেয়ারের মাধ্যমে উপজেলা তহশিলদার মো. রুহুল আমিন ইজারাদার ও দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির মিয়াকে নদীর তীরে লাল নিশানা টাঙিয়ে সীমানা বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হাসান, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল সিকদার, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ব্যবসায়ী মো. মোস্তাক আহমেদ, আলী আহমদ প্রমুখ।

উপজেলা তহশিলদার মো. রুহুল আমিন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় যাদুকাটা বালুমহাল-২ এ সীমানা নির্ধারণ করে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে নির্ধারিত সীমানার ভেতরে ইজারাদার বালু উত্তোলন করতে পারবেন, এতে আইনি কোনো বাধা নেই।

ইজারাদার মো. নাসির মিয়া বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি তহশিলদার সার্ভেয়ারের মাধ্যমে আমাকে বালুমহাল-২ বুঝিয়ে দিয়েছেন। এখন থেকে এই মহালে বালু উত্তোলন করা যাবে।

Link copied!