Noman Group Advertisement

আজও সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বন্ধ

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৭ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনের সাথে যোগ করে গেজেট প্রকাশের প্রতিবাদে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ চলছে। ফলে ঢাকা -বরিশাল, ঢাকা -খুলনা এবং ফরিদপুর- বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে ।আজ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে। 

 স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা -গোপালগঞ্জ -খুলনা মহাসড়ক,সকাল ৭:৪৫ মিনিটের দিকে ফরিদপুর - ভাঙ্গা- বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা -ভাঙ্গা- বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনগণ। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং মহাসড়কে অবস্থান করে তাদের দাবি জানায়।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ,নোয়াপাড়া, মাধবপুর ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। এ সময় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। 

গত শুক্র ও মঙ্গলবার একই দাবিতে ভাঙ্গায় সড়ক অবরোধ করেছিল স্থানীয় জনগণ। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান প্রতিদিনের কাগজ কে জানান, ভাঙ্গায় সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভাঙ্গার দু'টি ইউনিয়ন কেটে পাশের আসনে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয় জনগণ রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে। সকাল সাড়ে ৭ টায় ঢাকা -খুলনা মহাসড়ক , সকাল পৌনে আটটায় ফরিদপুর -বরিশাল মহাসড়ক এবং ৯টা ২০ মিনিট থেকে ঢাকা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Link copied!