Noman Group Advertisement

মনোহরদীতে অসহায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

খন্দকার সেলিম রেজা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে অসহায় ও ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে“ডোমনমারা আইডিয়াল স্কুল”গড়ে তুলেছেন শিক্ষানুরাগী যুবক মাহবুবুল আলম।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণী দিয়ে কার্যক্রম শুরু করেছে।

ভবিষ্যতে ধাপে ধাপে আরও ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে, শিক্ষার পাশাপাশি সামাজিক আন্দোলনেও সক্রিয় এই তরুণ, বর্তমানে বড়চাপা ডিগ্রী কলেজে খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মনোহরদীর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম জানান,নেশা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে, পড়াশোনা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবার শিক্ষার আলোয় ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। দুর্বল শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

Link copied!