জামালপুরে খুন হওয়া দুই সাংবাদিক শেলু আকন্দ ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের খোঁজ ও মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে পরিদর্শনে যাচ্ছেন দেশের একমাত্র সেল" সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশের সেলের প্রধান সাংবাদিক নেতা মোঃ খায়রুল আলম রফিক। তার সাথে সংগঠনটি কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দরাও যাবেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের পাশে থাকার আশ্বাস দেবেন এবং ন্যায়বিচারের দাবিতে গণমাধ্যম ও প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন বলে জানা গেছে।
জামালপুরের বকশীগঞ্জের এ বর্বরোচিত হামলায় নিহত হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও জামালপুরে শেলু আকন্দ । তারা দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। তার আকস্মিক মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সাংবাদিক নেতা খায়রুল আলম রফিক বলেন, এটি কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর ন্যক্কারজনক আঘাত। আমি তার পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছি, কারণ সাংবাদিক সমাজ কাউকে একা ফেলে রাখে না। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি। নিহত সাংবাদিকের পরিবার জানিয়েছে, ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষাপটে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :