চট্টগ্রামে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরসরাইয়ে প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

নুর হোসেন মিয়া, মিরসরাই: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান-বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

আজ সোমবার ( ৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন ইলেকট্রনিস, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

মিরসরাইয়ের প্রবীণ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক বিপুল দাশ, মাহবুব পলাশ, আশরাফ উদ্দিন, আনোয়ারুল হক নিজামীসহ অনেকে। এছাড়া মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রথম আলো পত্রিকার ইকবাল, ইত্তেফাকের ইউসুফ, একুশে টেলিভিশনের ইকবাল, কালবেলার আজিজ আজাহার, বাংলা টিভির দিদার, ইনকিলাবের ইমাম, মোহনা টিভির কামরুল, বণিক বার্তার রাজকুমার দে প্রতিদিনের কাগজের নুর হোসেন মিয়া  সহ প্রায় ৪০ জন সংবাদকর্মী। 

এ সময় মিরসরাই কর্মরত সাংবাদিকরা দাবি তোলেন জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরা পার্সন এর  উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করতে হবে। সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে। নাহলে কঠোর আন্দোলনে যাবে সাংবাদিক সমাজ।

মানববন্ধন শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

Advertisement

Link copied!