চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নিন্দা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০২:২৮ পিএম

চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমানের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ।

সেলের প্রধান সাংবাদিক খায়রুল আলম রফিক এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলেন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং তা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ। এ ধরনের অপতৎপরতা একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজে কখনোই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা গণতন্ত্র ও মুক্তচিন্তার শত্রু। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি,

১. ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

২. মাঠপর্যায়ের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যেন তারা ভয়হীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা না করা গেলে জনগণের অধিকারও হুমকির মুখে পড়বে। তাই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে।

Advertisement

Link copied!