বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০২:২১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক   ও প্রকাশক মোহাম্মদ মাসুদ।

গতকাল  শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য,  ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশের মাধ্যমে  ২০১৫ সালে   দৈনিক সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠার পর  নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক সবুজ বাংলাদেশ  পত্রিকাকে সাধারণ তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা  পেয়ে সম্পাদক  মোহাম্মদ মাসুদ   মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে  কৃতজ্ঞতা  প্রকাশ করে বলেন  যিনি   সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।

তিনি সাংবাদিকদের  উদ্দেশে বলেন,   আমি  আমার সাংবাদিকতায়  নানা বাধাবিপত্তির মধ্যেও   বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম এবং যতোদিন বেচে থাকবো ঠিক সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ।

Advertisement

Link copied!