সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০৫:২২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহে কর্মরত সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

মানববন্ধনে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, “সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর নিপীড়ন নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”

সাংবাদিক নেতা খায়রুল আলম রফিক বলেন, “কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া যায় না; বরং এতে গণমাধ্যম আরও সচেতন ও সোচ্চার হয়। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ময়মনসিংহের ডিআইজি আতাউল কিবরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন। ডিআইজি আতাউল কিবরিয়া সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!