ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

উবায়দুল্লাহ রুমি , নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:০২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ, চিত্রসাংবাদিক পারভেজসহ এখন টিভির গাড়ি চালকের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।

এছাড়াও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইসিটি ও ডাটাবেইজ) উবায়দুল্লাহ রুমি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এখন টিভির সাংবাদিকদের উপর হামলা করছে, তারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।

Advertisement

Link copied!