মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়লো ১১ পরিবারের বসতঘর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:০০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

নুর হোসেন মিয়া, মিরসরাই: যেন ভাগ্যের নির্মম পরিহাস। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই স্বপ্ন মিশে গেছে মাটিতে৷ দুপুরে ভাত খেয়ে পরিবারের সদস্যরা কেউ বেরিয়েছে কেউবা মাত্র ঘরে বিছানায় গা লাগিয়ে বিশ্রাম নিচ্ছে৷ হঠাৎ ধাউ ধাউ করে আগুনের কুন্ডলি এক নিমিষেই মাটিতে মিশিয়ে দিয়েছে ঘর৷

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ৩টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১ পরিবারের বসতঘর৷ বায়োবৃদ্ধ নুরুল কবির এই ঘটনায় আহত হয়েছেন৷ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে৷ খবর পেয়ে মিরসরাই ফায়ারসার্ভিস টিম ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি৷

সরেজমিনে দেখা যায়, কেউ খুড়িয়ে খুড়িয়ে পুড়ে যাওয়া স্বর্ণ কিংবা মূল্যবান জিনিস খুঁজে দেখছেন কেউবা পুড়ে যাওয়া কোরআন শরীফকে যত্ন নিয়ে যাচ্ছেন অন্যত্র৷ সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর সদস্যরা নির্বাক হয়ে আছেন৷

আগুন লাগার বিষয়ে স্থানীয়রা একেকজন একেক মন্তব্য করেন, ছোট বাচ্চারা খেলার ছলে গ্যাসলাইটের আগুন থেকে দুর্ঘটনাবসত ঘরের বেড়ায় আগুন লাগে,কেউ জানায় ক্ষতিগ্রস্থ একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে৷

এদিকে আগুন লাগার বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহম্মেদ হোসেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন৷ বিভিন্ন সরু রাস্তা আর রাস্তাঘাটের যত্রতত্র গাড়ি পার্কিং এর জন্য বেগ পেতে হয় ঘটনাস্থলে পৌঁছাতে৷ ফলে ততক্ষণে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়৷

Link copied!