হোসেন আলী, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালিপাড়া থানার আসাদ মার্কেট এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১১ অক্টোবর) ভোরে র্যাব-৬ খুলনা সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) ও র্যাব-৫, জয়পুরহাটের সিপিসি-৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গাজীপুর জেলার গাছা থানাধীন শরীফপুর এলাকায় গত ২০ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জেরে ইলেকট্রনিক মিস্ত্রি মো. হালিম মণ্ডলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মো. আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাছা থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোটালিপাড়া থানার আসাদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৫নং আসামি সোহানকে গ্রেফতার করা হয়।মামলার পর থেকে এজারভুক্ত আসামী সোহান পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :