ফয়সাল আহম্মেদ, সোনাতলা: বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল আহমেদ ওরফে কবির (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কর্পুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাকিল আহমেদ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত রহমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম কর্পুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে শাকিলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কর্পুর বাজার এলাকায় এক যুবক মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় শাকিল আহমেদ ওরফে কবিরকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। মাদকের বিরুদ্ধে সোনাতলা থানা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সোনাতলা থানার তৎপরতায় এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মীরা বলেন, “মাদক তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সোনাতলা থানা পুলিশের এ ধরনের অভিযান সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :