শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে সাংবাদিক আ. মান্নান

মোঃ আঃ মান্নান , হাওর অঞ্চল (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে, স্বচ্ছ নেতৃত্বের অঙ্গীকারে- এই প্রতিশ্রুতি নিয়ে আসন্ন ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন–২০২৫ এ অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি তা যথাযথভাবে পূরণ করে একই দিনে বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পুনরায় জমা দেন।

সাংবাদিক মোঃ আ. মান্নান বর্তমানে জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ–এর হাওর অঞ্চলের সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আলোর সকাল ও প্রচেষ্টা নিউজ–এর পরিচালক।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিক আ. মান্নান বলেন, বিদ্যালয় শুধু পাঠদান নয়, এটি সমাজের উন্নয়ন ও আগামী প্রজন্ম গঠনের কেন্দ্রবিন্দু। শিক্ষক–অভিভাবক সমন্বয় ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। আমি চাই এই বিদ্যালয়কে একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে। অভিভাবক সদস্য হিসেবে সুযোগ পেলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, সাংবাদিক আ. মান্নান একজন শিক্ষানুরাগী, নিরপেক্ষ ও সমাজসচেতন মানুষ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তার ভূমিকা ইতিবাচক হবে বলে তারা বিশ্বাস করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, আগামী ৩ নভেম্বর (সোমবার) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অভিভাবক সদস্যসহ শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন একাধিক প্রার্থী।

এদিকে, বিদ্যালয় এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই আশা করছে, এবারের নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর, শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠিত হবে।

Link copied!