আরিফুল ইসলাম ফারহান, কুমিল্লা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২, কুমিল্লার সদস্যরা সম্প্রতি পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাহপুর, চাঁনপুর ও অশোকতলা এলাকায় একাধিক অভিযানে ৩১০০ পিস পন্ডস ফেস পাউডার, ৮৬ কার্টন সিগারেট (১৭,২০০ পিস), ৬২ ক্যান বিয়ার, ৫০ বোতল স্কাফ, ১০ বোতল বিদেশী মদ, ৮ গ্রাম হেরোইনসহ বিভিন্ন প্রকার চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পণ্য আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর অভিযানে ২১৫ জন অপরাধী গ্রেফতার করেছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামি ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৮২ জন, ধর্ষণ মামলার ৮৭ জন, অস্ত্র মামলায় ২৬ জনসহ মোট ৪৮৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০৫টি অস্ত্র, ১,৩৪৮ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
এছাড়া, র্যাব-১১ এর অভিযানে ৭৬ জন অপহরণকারী গ্রেফতার ও ৮২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারী, ডাকাত, জেল পলাতক ও প্রতারণার মামলার আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “র্যাব-১১ সবসময়ই মাদক ও চোরাচালান রোধে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতায় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :