নবীনগরে কর্ম বিরতিতে স্থবির এমপি ভুক্ত শিক্ষা ব্যবস্থা

ছবি- প্রতিদিনের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় এমপিও ভূক্ত শিক্ষকরা আজ (১৫/১০/২৫) তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন। ফলে সমস্ত উপজেলায় এমপিওভূক্ত (স্কুল, কলেজ. মাদ্রাসা) শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 

শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে নবীনগর মহিলা কলেজের শহীদ মিনার চত্বরে শিক্ষক- শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষক-কর্মচারীরা- “রাস্তায় রক্তাক্ত করে শিক্ষক পেটানো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, সহকারী অধ্যাপক- শুক্লা রানী দেব, সহকারী অধ্যাপক- মোছা. খোরশেদা আক্তার, সহকারী অধ্যাপক- জাহাঙ্গীর আলম , সিনিয়র প্রভাষক- জাকির হোসেন, প্রভাষক- নকুল কুমার সাহা, প্রধান অফিস সহকারী- বিজয় সূত্রধর,অফিস সহকারি- সুমিতা রানী প্রমুখ । এ সময় কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন- “ জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হাতে শিক্ষকদের ওপর অমানবিক নির্যাতন শিক্ষাব্যবস্থার জন্য কলঙ্কজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই"। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অভ্যহত থাকবে। 

শিক্ষার্থী পূর্ণিমা সূত্রধর বলেন-“রাস্তায় শিক্ষকদের রক্তাক্ত করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও মানবতা বিরোধী কাজ।”

উল্লেখ্য গত ১২/১০/২৫ থেকে নবীনগর উপজেলার সকল এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল, কলেজ মাদ্রাসা) শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। 

Link copied!