হাতিয়ায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল

মামুন রাফী , নোয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:২০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

আন্দোলনরত 'এমপিও'ভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশী হামলার প্রতিবাদ এবং শিক্ষা উপদেষ্টা'র প্রতিশ্রুত ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে-নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যেগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারীরা দুপুর ১২ টায় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোটের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, “আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ বছরের পর বছর ধরে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।” ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি সরকারের প্রতি অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইদ্রিস, প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি ও আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শারফুদ্দিন, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা ডিগ্রী কলেজ ভাইস প্রিন্সিপাল মো: আবুল খায়ের দিলদার, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো: আব্দুল কাইয়ুম, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক হারুনুর রশিদ খানঁন শামীম। জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ না নেওয়া হলে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনে যাবেন। তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শিক্ষক, সেবক ও বটে, তবে আমাদের বঞ্চনার সীমা পেরিয়ে গেছে।

Link copied!