ফরিদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫১ পিএম

জাহাঙ্গীর ও তার স্ত্রী শাহানাজ আক্তার। ছবি- প্রতিদিনের কাগজ

ফরিদপুরে মাদকবিরোধী এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০, সিপিসি-৩)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকার মৃত মির্জা আলী মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০)  ও জাহাঙ্গীরের স্ত্রী শাহানাজ আক্তার (২৭) । এসময় তাদের কাছ থেকে মোট ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত দম্পতিকে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Link copied!