সংখ্যালঘু শিক্ষার্থীর জমি দখলের অভিযোগ, গৌরীপুরে উত্তেজনা

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা বেগম গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৫ অক্টোবর) গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার শান্তনা।

সংবাদ সম্মেলনে নীলাঞ্জনা জানান, তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বৈধ মালিকানা ও খাজনা পরিশোধ করে সংশ্লিষ্ট জমিটি ভোগদখল করে আসছেন। জমিটি সম্প্রতি স্থানীয় "৯১ বন্ধু সমিতি"র কাছে বিক্রি করা হলে দখল বুঝিয়ে দিতে গেলে প্রতিপক্ষরা তাদের বাধা প্রদান করে এবং হুমকি-ধমকিসহ সাম্প্রদায়িক গালাগালি করে। এ সময় তাঁর অসুস্থ পিতাকে 'মালাউনের বাচ্চা' বলে কটূক্তি করে ভারত পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, জমিটি নিয়ে আদালতে চলমান ৯১/২০২১ নং মামলায় গৌরীপুর সহকারী জজ আদালত বিবাদীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। তারপরও একাধিকবার জমিতে অনুপ্রবেশ ও সাইনবোর্ড অপসারণসহ নানা ধরনের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জমি সংক্রান্ত এ বিরোধে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি এবং পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Link copied!