কুলিয়ারচর পৌরসভায় দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:৪১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) সকাল এগারোটায় কুলিয়ারচর পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ডাঃ আদনান আখতার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর পৌরসভার সচিব ও সহকারী প্রকৌশলী আবুল আহসান ভূইয়া, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম আরিফ, জয়যাত্রা যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ নাঈমুজ্জামান নাঈম,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদসহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা।

‎পৌর প্রশাসক ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার উদ্বোধনী বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং নিজ নিজ পরিবেশ পরিস্কার রাখা সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আমরা যদি সবাই নিজ ঘর, আঙ্গিনা ও আশপাশে পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

‎অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিস্কার, জমে থাকা পানি নিষ্কাশন এবং ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের ঔষধ ছিটিয়ে দেয়া হয়। 

‎এ অভিযানে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

‎পৌর কর্তৃপক্ষ জানায়, আগামী দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে পৌরসভার সকল ৯টি ওয়ার্ডে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ টিম বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাবে এবং সম্ভাব্য লার্ভাযুক্ত স্থানগুলো পরিস্কার করবে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি হবে এবং পরিবেশ হবে আরও পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত।

Advertisement

Link copied!