পিবিআই ময়মনসিংহের অধিকতর তদন্তে হত্যা মামলায় ২ জনের ফাঁসির রায়

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে স্বর্ণ ব্যবসায়ী টিপু সুলতান জুয়েলার্সে সংঘটিত হত্যাকাণ্ড মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পিবিআই ময়মনসিংহ জেলার অধিকতর তদন্তে এই রায় ঘোষণা করা হয়।

মামলার বাদী মো. মোখলেছুর রহমান খান পাঠানের ভাতিজা টিপু সুলতান খান পাঠান গৌরীপুর পাটবাজার কালিপুর পূর্ব লাইনে “টিপু সুলতান জুয়েলার্স” নামে দোকানে স্বর্ণের ব্যবসা করতেন।

ঘটনা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আসামি এলবার্ট ডেভিট সেন্টু স্বর্ণের চেইন ও দুটি আংটি বিক্রির জন্য দোকানে আসে। প্রতি ভরি ৬৫ হাজার টাকা দরে দাম প্রস্তাব করলে সে ক্ষিপ্ত হয়ে দোকান ছাড়ে এবং ভাই এলবার্ট ডেভিট রকিকে ফোন করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রকি, সেন্টু, একরামুল হোসেন মামুনসহ ৫–৬ জন দোকানে ফিরে এসে টিপুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

এসময় বাদীর ছেলে জহিরুল ইসলাম মিঠু ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু রকি ও সেন্টু ক্ষিপ্ত হয়ে ওঠে। সেন্টু ছুরি দিয়ে মিঠুর ডান বাহুতে আঘাত করে এবং রকি বুকের বাম পাশে ছুরি চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মিঠুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা মোখলেছুর রহমান গৌরীপুর থানায় হত্যা মামলা (নং-১০/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে থানার পুলিশ অভিযোগপত্র দাখিল করে, তবে বাদী তদন্তে অসন্তুষ্ট হয়ে আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি পিবিআই ময়মনসিংহকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) সালাহ উদ্দিন আহমেদ মামলাটি তদন্ত করেন এবং ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি এলবার্ট ডেভিট রকি (২৫) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪০)-এর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।

পিবিআইয়ের অধিকতর তদন্তের ভিত্তিতে ময়মনসিংহের স্পেশাল জজ আদালত আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) রায় ঘোষণা করেন। আদালত হত্যাকাণ্ডে জড়িত দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড (ফাঁসি) প্রদান করেন।

Advertisement

Link copied!