ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান (রহঃ) মাদরাসাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মফিদুল আলম এক বিবৃতিতে বলেন—অদ্য ২৭ অক্টোবর ২০২৫ (বাদ মাগরিব) জামিয়ার পরিচালনা কমিটির সভা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসার প্রধান মুফতি আব্দুল হকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে মাদরাসার সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং মুফতি আব্দুল হক সাহেবের উপস্থাপিত সকল দাবি ও দাওয়া নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়।
জেলা প্রশাসক জানান, আলোচনার মাধ্যমে উত্থাপিত সকল দাবি মেনে নেওয়া হয়। সভা শেষে সকল সদস্যের মধ্যে আন্তরিকতা ও সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাইকে আপ্যায়ন শেষে হাসিমুখে বিদায় জানানো হয়। মুফতি আব্দুল হক ও মুফতি শহিদ উভয়েই অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে আর কোনো বিরোধ সৃষ্টি করবেন না এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে দায়িত্ব পালন করবেন।
সভা শেষে দুই পক্ষ পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। জেলা প্রশাসক উভয়কে মাদরাসায় ফিরে গিয়ে সমঝোতা ও সম্মানের সাথে একসাথে দায়িত্ব পালনের পরামর্শ (নসিহত) দেন।
তবে কিছুক্ষণের মধ্যেই সংবাদ পাওয়া যায় যে, মুফতি শহিদ মাদরাসায় গেলে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন।
এ ঘটনায় জেলা প্রশাসক গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকলকে ধৈর্য, সহনশীলতা ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
আপনার মতামত লিখুন :