ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি কওমি মাদরাসা জামিয়া ফজলুর রহমান রহঃ বড় মসজিদ ময়মনসিংহে প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূত্র ধরে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, তা এখন নতুন রাজনৈতিক মোড় নিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলিতে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষের ইন্ধনে বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, গত কয়েকদিন আগে জামিয়ায় শিক্ষক নিয়োগ ও অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত ইস্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করা হলেও সমঝোতা হয়নি।
কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন কিছু রাজনৈতিক ব্যক্তি এই দ্বন্দ্বে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া যায়। মাদরাসার একাংশ দাবি করেছে, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা প্রশাসনের সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের স্বার্থে মাদরাসার পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে চাইছেন।
এরই মধ্যে ওই পক্ষটি জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম এর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে তার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে, প্রশাসন নিরপেক্ষ না থেকে একপক্ষের প্রতি সহানুভূতিশীল আচরণ করছে।
অন্যদিকে, প্রশাসনিক সূত্রে জানা গেছে, ডিসি অফিস বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ইস্যুতে রাজনৈতিক প্রভাব বিস্তার কোনোভাবেই কাম্য নয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক শান্তি-শৃঙ্খলার পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
মাদরাসা প্রাঙ্গণে এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
চলমান এ ঘটনায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে নজর রাখছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :