নবীনগরে জোড়া খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত শিপন ও ইয়াছিন হত্যার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদ ওরফে মিস্টার মিয়ার ছেলে রিফাত (৩০) ও তার সহযোগী রিমন (২৮)।

সোমবার ভোর রাতে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ সূত্র জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদকের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জেরে রিফাত বাহিনীর সন্ত্রাসী হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরনবী বলেন, আজ ভোরে র‍্যাবের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রিফাতকে আটক করা হয়। পরে তার দেওয়া জবানবন্দীতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী দোচালা টিনশেড ঘরের খাটের নিচে মাটির নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জোড়া খুনের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া রিফাত এজহারভুক্ত আসামি। তাকে কাল আদালতে প্রেরণ করা হবে।

Advertisement

Link copied!