বরগুনা জেলার সকল থানার ওসিদের বদলি জনিত "বিদায় সংবর্ধনা" অনুষ্ঠিত

মহিবউল্লাহ কিরন , বরগুনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম

বরগুনা জেলায় সদ্য বদলি হওয়া সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) দের সম্মানে “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পুলিশেরসংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও স্মারকলিপি ক্রেস্ট উপহার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম। এসময় তিনি সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তাদের কাজের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

শাহেদ আহমেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল)।মোঃ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাগণ বরগুনায় দায়িত্ব পালনকালীন স্মৃতি, কাজের অভিজ্ঞতা ও মানবিক সেবার নানা দিক তুলে ধরেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Advertisement

Link copied!