আসিফ ইকবাল, রানীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলা শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। পীর হজরত শাহ নেকমরদ (রহ.)–এর দরগাহকে কেন্দ্র করে কয়েক শত বছর ধরে চলে আসা এই মেলা এখনো উত্তরাঞ্চলের অন্যতম বড় ধর্মীয় ও লোকজ সমাবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। মেলা উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পায়গাম আলী। বৈরী আবহাওয়া সত্ত্বেও এলাকাবাসী ও ভক্ত-দর্শনার্থীরা প্রচুর সংখ্যায় অনুষ্ঠানে যোগ দেন।
ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, “নেকমরদ ওরোশ মেলা আমাদের ঐতিহ্যের মূল্যবান অংশ। নিরাপত্তা, শৃঙ্খলা আর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সবাই যেন স্বাচ্ছন্দ্যে মেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
মেলাকে ঘিরে নেকমরদ বাজারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। থাকে নানা হস্তশিল্প, খেলনা, মাটির সামগ্রী, পোশাক ও খাবারের দোকান। শিশুদের আকর্ষণ ছিল নাগরদোলা আর বিভিন্ন বিনোদনের আয়োজন। সন্ধ্যার পর শুরু হয় পালাগান ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা।
মেলার বিশেষ দিক হলো এর সামাজিক বন্ধন ও মিলনমেলা। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে পরিবার ও বন্ধুদের নিয়ে। ব্যবসায়ীরাও এ সময় বড় আকারে পসরা সাজান, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, স্থানীয় সংস্কৃতি এবং গ্রামীণ ঐতিহ্যের সুন্দর সমন্বয়ে নেকমরদ ওরশ মেলা আজও উত্তরাঞ্চলের মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হিসেবে টিকে আছে।
ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর মিলনমেলার চিরচেনা রূপে নেকমরদ ওরোশ মেলা ২০২৫ সালে আবারও প্রমাণ করেছে যে এটি শুধু ইতিহাস নয়, জীবন্ত সংস্কৃতি।
আপনার মতামত লিখুন :