রাণীশংকৈলে উত্তরাঞ্চলের বিখ্যাত পাঁচশ বছরের ইতিহাস প্রসিদ্ধ ওরশ মেলা উদ্বোধন”

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ পিএম

আসিফ ইকবাল, ‎রানীশংকৈল:  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলা শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। পীর হজরত শাহ নেকমরদ (রহ.)–এর দরগাহকে কেন্দ্র করে কয়েক শত বছর ধরে চলে আসা এই মেলা এখনো উত্তরাঞ্চলের অন্যতম বড় ধর্মীয় ও লোকজ সমাবেশ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। মেলা উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পায়গাম আলী। বৈরী আবহাওয়া সত্ত্বেও এলাকাবাসী ও ভক্ত-দর্শনার্থীরা প্রচুর সংখ্যায় অনুষ্ঠানে যোগ দেন।

‎ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, “নেকমরদ ওরোশ মেলা আমাদের ঐতিহ্যের মূল্যবান অংশ। নিরাপত্তা, শৃঙ্খলা আর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সবাই যেন স্বাচ্ছন্দ্যে মেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

‎মেলাকে ঘিরে নেকমরদ বাজারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। থাকে নানা হস্তশিল্প, খেলনা, মাটির সামগ্রী, পোশাক ও খাবারের দোকান। শিশুদের আকর্ষণ ছিল নাগরদোলা আর বিভিন্ন বিনোদনের আয়োজন। সন্ধ্যার পর শুরু হয় পালাগান ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা।

‎মেলার বিশেষ দিক হলো এর সামাজিক বন্ধন ও মিলনমেলা। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে পরিবার ও বন্ধুদের নিয়ে। ব্যবসায়ীরাও এ সময় বড় আকারে পসরা সাজান, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য, স্থানীয় সংস্কৃতি এবং গ্রামীণ ঐতিহ্যের সুন্দর সমন্বয়ে নেকমরদ ওরশ মেলা আজও উত্তরাঞ্চলের মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হিসেবে টিকে আছে।

‎ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর মিলনমেলার চিরচেনা রূপে নেকমরদ ওরোশ মেলা ২০২৫ সালে আবারও প্রমাণ করেছে যে এটি শুধু ইতিহাস নয়, জীবন্ত সংস্কৃতি।

Advertisement

Link copied!