ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষনের পর পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে সিলেচের সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে - প্রধান আসামী মোঃ রিয়াজ (২০) ও রিয়াজের বাবা মোঃ ফরিদ। ঘটনাটি চলতি সনের গত ২৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকার জনৈক দোলন মিয়ার বাড়িতে ঘটে।
এ ঘটনায় নিহতের ভাই মনা বাদী হয়ে ২ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মিজানুর রহমান জানান,গত দুই বছর পূর্বে নিহত সালমা ও তার বোন শামসুন্নাহার মিলে অমৃতপুর দোলন মিয়ার বাড়ির ২য় তলার একটি ফ্লাট ৪ লাখ টাকায় মর্গেজ নিয়ে বাস করে আসছে। কিছুদিন আগে সালমা তাদের ফ্লাটের একটি রুম ঘাতক রিয়াজ ও তার বাবা ফরিদ মিয়াকে সাবলেট ভাড়া দেন। গত ২৫ নভেম্বর রিয়াজ সালমাকে একা পেয়ে ধর্ষন করার পর হত্যা করে লাশ রুমের ভিতর লুকিয়ে রাখে।
২৭ নভেম্বর রুম থেকে লাশের পঁচা গন্ধ বের হলে ঘাতক রিয়াজ লাশের গলায় ওড়না পেচিয়ে আগুন ধরিয়ে রুমের দরজা বাহির থেকে তালা লাগিয়ে বাবা ফরিদ মিয়াকে নিয়ে পালিয়ে যায়। রুম থেকে ধুয়া বের হতে দেখে এলাকাবাসি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নিহত সালামকে পোড়া কয়লা অবস্থায় দেখতে পায়।
এ ঘটনায় মামলা হওয়ায় পর আমি নিহতের স্বজনদের সাথে কথা বলে রিয়াজের খোজ করতে থাকি। আধুনিক বিভিন্ন টেকনিক অবলম্বন করে সিলেটের সুনামগঞ্জ জেলার বিশ্বমপুর, তাহেরপুর, জামালগঞ্জ ও ছাতক থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে রিয়াজের বাবা ফরিদ মিয়া ও পরে তার স্বীকারোক্তি মোতাবেক রিয়াজকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসি।
ঘাতক রিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। এবং বিজ্ঞ আদালতে সেচ্ছায় স্বীকারোক্তি মুৱক জবানবন্ধি দিবে বলে জানিয়েছে। আসামীদের গ্রেপ্তারের সময় নিহত সালমার ঘাতক রিয়াজের কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু এমিটিশনের গহনা উদ্ধার করা হয়েছে। ঘাতক রিয়াজের বাবা ফরিদ মিয়াকে গ্রেপ্তারের ব্যপারে তদন্তকারী কর্মকর্তা জানান, তিনি এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ( রবিবার) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :