সিরাজগঞ্জে দীর্ঘ ১'যুগ পরে গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী সহ সকল প্রার্থী'র ব্যাপক ভরাডুবি হয়,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তিনগুণ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং তার অনুসারীদের ব্যাপক জয়লাভ করে।
শনিবার (৬ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সিরাজগঞ্জ চেম্বার ভবনসংলগ্ন এস.এস. রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচারণামূলক, ডাক-হাক, শ্লোগান আর কার্যক্রম লক্ষ্য করা যায়। এস,এস, রোড খলিফা পট্টি সড়ক হতে বড়পুল মোড় পর্যন্ত প্রার্থীদের বুথ স্থাপন করা হয়। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায় । সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতীহীনভাবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করা হয়। ভোটারদের উপস্থিতিতে চেম্বার ভবন ও আশপাশের এলাকা ব্যস্ত ও ভোটার ও তার সর্মথিত লোকজনদের মাঝে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয় । নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, অর্ডিনারি গ্রুপে মোট ভোটার ৪৩৮। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রার্থী ৫২ জন। অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার সংখ্যা ৬৮ এবং ৭টি পদের বিপরীতে প্রার্থী ১১ জন। অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে দুইজন, সিনিয়র ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের জন্য ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন । অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে আটজন লড়েছেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ খ্রিঃ প্রেসিডেন্ট পদে, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২৬ সর্বোচ্চ ভোটপেয়ে জয়লাভ করেন তার নিকটতম জামায়াতে ইসলামী মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মোঃ রুহুল আমিন সিদ্দিক পান মাত্র ৯৮ ভোট। জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮২ (বিপুল) ভোটে জয়লাভ করেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ তিনি ১৮৫ ভোট (বিপুল) পেয়ে বেসরকারি ফলাফল নির্বাচিত হন। অর্ডিনারী গ্রুপের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হন। পরিচালক (অর্ডিনারী গ্রুপ) মোট ১৪ জন নির্বাচিত হন - এদের মধ্যে হাজী মোঃ আব্দুস সাত্তার ৩৫৭ সর্বোচ্চ ভোট পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। এরপর- মোঃ একাব্বর আলী আকবর-৩০৭ ভোট, জুড়ান আলী-২৯৪,
আবু সাঈদ -২৯১ ভোট, এস,এম, তানভীর মাহমুদ পলাশ-২৪৫ ভোট, মোঃ নজরুল ইসলাম-২১৫ ভোট, সন্তোষ কুমার কানু -১৯২, আবু হানিফ-১৮৮ ভোট, প্রদীপ কুমার রায় ১৭১ ভোট, আবুল হাশেম আবু-১৫৯ ভোট, শফিকুল ইসলাম জিন্নাহ-১৫৭ ভোট, শরীফুল ইসলাম আলামিন ১৫২ ভোট, সানজিদা সিদ্দিক প্রিন্স-১৪৬, মোঃ জুয়েল রানা-১৪৫ ভোট পেয়ে জয়লাভ করে। অপরদিকে, এসোসিয়েট গ্রুপ ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, পরিচালক এসোসিয়েট গ্রুপ ৬ জন ও গ্রুপ মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হন। পরিচালক এসোসিয়েট গ্রুপ- মোঃ আনোয়ার তালুকদার- ৬৪ ভোট, নূরুল হক-৬৩,
মোবারক হোসেন-৬২ ভোট, আলতাফ হোসেন -৫৪ ভোট, শাহ মোঃ জাহিদুল ইসলাম লিটু-৫০ ভোট পেয়ে বেসরকারি ফলাফল নির্বাচিত হন। এবং শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল- ৩৯ ভোট, আব্দুর রাজ্জাক-৩৯ ভোট পেয়ে সমান সমান হওয়ার এই দুইজনকে নিয়ে এখন কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলে জানা যায়। এ নির্বাচনে- বিপুল ভোটে বিজয়লাভ করায় - জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ সহ সকল সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সহ জেলার সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা,শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠন নেতৃবৃন্দ সহ অন্যন্যরা ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ চেম্বার অনির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিলো। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ায় ব্যবসায়ী মহলে আগ্রহ তৈরি হয় এবং ভোটকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়। চেম্বার ভবনসংলগ্ন এসএস রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচারণামূলক কার্যক্রম লক্ষ করা যায়। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের মাধ্যমে চেম্বারের নেতৃত্বে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে, যা জেলার ব্যবসায়িক অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :