মোবারক হোসাইন, ফুলবাড়ীয়া: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উদ্যোগে দরিদ্র, অস্বচ্ছল ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর ৭নং ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতির বাড়ির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরীপুর মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ ঢালী এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, আবুল হোসাইন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, অর্থ সম্পাদক আমির হামজা, ত্রাণ সম্পাদক পিকে এখলাছ এবং আহলে বায়াত বাইতুর রসুল মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ ফরিদ। সাংবাদিক মোবারক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফুলবাড়ীয়ার অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় তাঁরা সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে স্থানীয় অস্বচ্ছল ও আহলে বায়াত বাইতুর রসুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সফল করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার, উপদেষ্টা রফিকুল আলম, মুজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মুনতাছির রহমান খোকন, সহকারী ক্রীড়া সম্পাদক আজাহার আলী ও সদস্য হাবিবুর রহমান হবি প্রমুখ।
অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানান প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।
আপনার মতামত লিখুন :