Noman Group Advertisement

ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদের মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন

কামরুল হাসান , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৮:২৯ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রঘোষিত কর্মসূচী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে মিরসরাই কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ারের সভাপতিত্বে ও মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। 

এ সময় আরোও উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার, কলেজ ছাত্রদলের নেতা ইকবাল হোসেন, মিরসরাই পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিসান, কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, এমরান হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন রাব্বিসহ প্রমুখ।

এসময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় অনেকগুন বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরোও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা এ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান।

Link copied!
Advertisement